Latest News

6/recent/ticker-posts

Ad Code

শব্দবাজীর বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চ ও বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার

সন্তু দেঃ 
দীপাবলির আলোতে আলোকিত হয়ে উঠুক পরিবেশ কিন্তু শব্দবাজীর অস্বাভাবিক শব্দে যেন কারোও কোনো ক্ষতি না হয় এই  চিন্তা-ভাবনাকে সামনে রেখে আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের উদোগে এবং আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার ও আলিপুরদুয়ার পুলিশ প্রশাসনের পূর্ণ সহযোগিতায় শব্দবাজীর বিরুদ্ধে এক পথসভা করা হয়। আলিপুরদুয়ার চৌপথি থেকে বাটামোর পর্যন্ত।
এই পথসভায় অংশগ্রহণ করেন বীণাপানি শিশু নিকেতনের পড়ুয়া,শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।তাদের মুখে একটি বার্তা উঠে আসে আলোকিত হয়ে উঠুক এ ভুবন কিন্তু শব্দবাজী যেন না হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code