মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শিক্ষকের মৃত্যু নিয়ে এবার সরব হয়েছেন অভিনেত্রী তথা চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন । “ম্যাডাম সিএম” বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে পোস্টটিতে তিনি লিখেছেন, “আমাদের লজ্জা!”
অপর্ণা সেন এবং অন্যান্য বুদ্ধিজীবিরা যারা সম্প্রতি রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি খোলা চিঠি লিখেছিলেন। কেন প্রাথমিক শিক্ষকের মৃত্যুতে তাঁরা নির্বাক, এই নিয়ে প্রশ্নও তোলে বিজেপি।
১১ অক্টোবর একটি ট্যুইট বার্তায় তিনি লিখেছেন- “আমাদের পশ্চিমবঙ্গে আরএসএস কর্মীর গর্ভবতী স্ত্রী এবং সন্তানকে কোপানো হয়েছে! এই ধরনের ভয়াবহ কাজের কারণ যা-ই হোক না কেন, আমাদের জন্য লজ্জা! মাননীয়া মুখ্যমন্ত্রী! দয়া করে নিশ্চিত করুন যে অপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে! রাজনৈতিক রঙ নির্বিশেষে, পশ্চিমবঙ্গেরর সকল নাগরিক আপনার দায়িত্ব। আপনি সকলের মুখ্যমন্ত্রী,”
Pregnant wife & child of RSS man slaughtered in our own WB! Whatever the reason for such a gruesome act, shame on us! Madam CM! Pls ensure the perpetrators are brought to justice! Irrespective of political inclinations, all citizens of WB are ur responsibility. U are CM to all!— Aparna Sen (@senaparna) October 11, 2019
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊