সংবাদ একলব্যঃ
উচ্চমাধ্যমিকের পর এবার বড়সর রদবদলের সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষাতেও। এতদিন মাধ্যমিকে একজন পরীক্ষার্থীকে ৭টি বিষয়েই পাশ করা ছিল বাধ্যতামূলক। প্রতিটি বিষয়ে পাশ নম্বর ২৫। অর্থাৎ ২৫–এর কম পেলে ফেল বলে গণ্য করা হত। এবার হয়ত নিয়মটি পরিবর্তন হতে চলেছে বলে সূত্রের খবর। এবার আর সাতটি নয়, মোট পাঁচটি বিষয়ে পাশ করলেই হয়ে যাবে মাধ্যমিক পাশ।
এই পাঁচটি বিষয়ের মধ্যে ইংরেজি ও গণিতে বাধ্যতামূলক ভাবে পাশ করতে হবে। খুব সম্প্রতি সিলেবাস কমিটির পক্ষ থেকে স্কুল শিক্ষা দপ্তরে এমনই প্রস্তাব জমা পড়েছে বলে জানা গিয়েছে। তবে পরীক্ষার ধরনের কোনো রূপ পরিবর্তন হবে না। এখন মাধ্যমিক পরীক্ষা যেমন হয় ঠিক তেমনই ৭০০ নম্বরের পরীক্ষা দেবে। কিন্তু পরীক্ষার ফলাফল তৈরি হবে ৫ বিষয়ের সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে।
রাজ্য সিলেবাস কমিটিকে এই বিষয়টিকে মাথায় রেখে মাধ্যমিকের পাঠ্যক্রম পর্যালোচনা করে একটি প্রস্তাব দিতে বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তারপরেই এই প্রস্তাব পেশ করে সিলেবাস কমিটি। এখন দেখার এই নিয়ম কিভাবে কার্যকর হয়।
কিন্তু কি কারণে হঠাৎ এইরূপ পরিবর্তন? মূলত আইসিএসই এবং সিবিএসই বোর্ডের সঙ্গে রাজ্য বোর্ডের সমতা নিয়ে আনতেই কি এই সিদ্ধান্ত?
রাজ্য বোর্ডের সমতুল পরীক্ষা, দিল্লি বোর্ডের আইসিএসই–তে ইংরেজি–সহ সর্বোচ্চ নম্বর পাওয়া যে কোনও ৪টি বিষয়ে পাশ করলেই পাশ বলে ঘোষণা করা হয়। সিবিএসই দশমেও ৬টি বিষয়ে পরীক্ষা দিয়েও সর্বোচ্চ নম্বর পাওয়া ৫টি বিষয়ের ভিত্তিতে ফলাফল তৈরি করা হয়। সেখানে অঙ্কে ফেল করেও একজন পড়ুয়া আইসিএসই, সিবিএসই দশম পাশ করে যাচ্ছে। একই ব্যবস্থা এই রাজ্যেও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊