পপ তারকা লেডি গাগার সাম্প্রতিকতম টুইটটি নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ৩৩ বছরের গায়িকার রবিবারের পোস্ট ছিল চমকে দেওয়ার মতন।  কারন তি‌নি ব্যবহার করেছেন সংস্কৃত মন্ত্র ! তিনি লেখেন, ‘‘লোকা সমস্ত সুখিনো ভবন্তু।'' এই মন্ত্রের অর্থ হল, ‘‘সবাই যেন সুখে ও স্বাধীন ভাবে থাকেন এবং আমার জীবনের সমস্ত চিন্তাভাবনা, শব্দ ব্যবহার ও কাজ যেন সকলের সুখ ও স্বাধী‌নতার কারণ হতে পারে।'' এমন এক টুইট দেখে স্বাভাবিক ভাবেই নেটিজেনরা বিস্মিত। 
দেখে নিন সেই টুইট: