মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়ায় চরম বিশৃঙ্খলা যুবভারতীতে, চললো ভাঙচুর
কলকাতায় এসেছেন লিওনেল মেসি। আর মেসির অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র যুবভারতী ক্রীড়াঙ্গন। দফায় দফায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ। ক্ষুব্ধ জনতার দখলে যুবভারতী। মেসিকে ঘিরে থাকা মন্ত্রী-কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ।
এদিন যুবতী ভারতী ক্রীড়াঙ্গনে মেসি যখন প্রবেশ করে তখন তাঁকে ঘিরে ৭০-৮০ জন মানুষ। গ্যালারি থেকে তাঁকে দেখাই যায়নি। চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওযায় ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে দর্শকদের এমনটাই সূত্রের খবর।
যুবভারতী থেকে মেসিকে বার করে নিয়ে যাওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন দু’আড়াই হাজার মানুষ। পরিস্থিতি সামলাতে নামাতে হয় র্যাফ। কয়েক জন ছিঁড়ে ফেলেন গোল পোস্টের জাল। ভেঙে ফেলেন সাজঘরে যাওয়ার ট্যানেলের ছাউনি। গ্যালারি থেকে চেয়ার ভেঙে মাঠে ফেরার দৃশ্যও চোখে পড়ে।
শনিবার ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি। এক সময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। ক্রমেই বিশৃঙ্খলা দেখা দেয় মাঠে।
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন মেসি। দর্শক আসন থেকে ছোড়া হল জলের বোতল। প্রিয় তারকাকে ভালভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ। টিকিট কেটেও ভাল করে দেখতে না পাওয়ার অভিযোগ। মাঠের ভিতর পড়ে রয়েছে অসংখ্য জলের বোতল। গ্যালারি থেকে মাঠে নেমে পড়লেন ক্ষুব্ধ দর্শকরা। মাঠের দখল নিয়ে নিল উত্তেজিত জনতা। মাইকের স্ট্যান্ড নিয়ে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর। মেসির জন্য নির্দিষ্ট সামিয়ানা উপড়ে ফেলল উত্তেজিত জনতা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊