কামাখ্যাগুড়ি 4 রে অক্টোবর কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশন এর পক্ষ থেকে তাদের প্রাণকেন্দ্র কামাখ্যাগুড়ি তে শারদীয়া উপলক্ষে দুস্থ শিশুদের নতুন বস্ত্র প্রদান করা হল। কামাখ্যাগুড়ি ও তার পার্শ্ববর্তী বিভিন্ন প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের তালিকা তৈরি করে শারদীয়ার আনন্দ ছড়িয়ে দিতে নতুন বস্ত্র প্রদান করা হয় বলে মনে করে কামাখ্যাগুড়ি বাসী। সংস্থার তরফ এ সংস্থার সহ-সভাপতি কমল ঘোষ মহাশয় ও সংস্থার সম্পাদক পার্থ প্রতিম সাহা জানান, সমাজের বিভিন্ন সচেতন মানুষের সহযোগিতায় আজ আমরা 144 জন দু:স্থ বাচ্চাদের হাতে বস্ত্র তুলে দিতে সফল হয়েছি। সংস্থার সভাপতি দীপ ঘোষ জানান আমাদের সংস্থার সদস্য সদস্যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই হল আজকের শারদীয়া উপলক্ষে এই বৃহৎ নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান। সংস্থার সদস্যদের সামাজিক কাজে উৎসাহিত করতে এদিনের অনুষ্ঠানে কিছু ট্রফি ও সার্টিফিকেট বিতরণ করা হয় এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামাখ্যাগুড়ি হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক মানিক সাহা, ব্যবসায়ী সমিতির সম্পাদক বাদল সাহা, শহীদ ক্ষুদিরাম কলেজের অধ্যাপক হরিপদ পাল, তনয় সাহা, শুভ্র চক্রবর্তী, তাপস সাহা, পর্না দেবনাথ, সোনিয়া সাহা, রাজীব দেবনাথ সহ অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊