কোচবিহার জেলার দিনহাটায় কমরেড প্রমোদ দাসগুপ্ত ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী) উদ্যোগে ভোটার কার্ড ভেরিফিকেশন (EVP) সহায়তা কেন্দ্র উদ্বোধন হয়। উদ্বোধন করেন CPIM'র জেলা সম্পাদক কমরেড অনন্ত রায়। দিনহাটার ১নং ব্লকের ১৬টা ও দিনহাটা ২নং ব্লকে ১২টা প্রতিটি অঞ্চল থেকে দুজন করে স্বেচ্ছা সেবকের দায়িত্ব দেওয়া হয়। যারা অঞ্চল থেকে বুথ পর্যন্ত প্রতিটি মানুষকে ভোটার কার্ড ভেরিফিকেশন (EVP) করতে সহয়তা করবে বলে জানিয়েছেন কমরেড অনন্ত রায়। 

উপস্থিত ছিলেন কম: তারাপদ বর্মন, কম: বিরেন্দ্র নারায়ন চক্রবর্তী, কম: প্রবীর পাল, কম: শুভ্রালোক দাস, কম: ইনসাফ উদ্দিন আহমেদ, কম: দেবাশিষ দেব, কম: মনিন্দ্র নাথ রায়, কম: দিলীপ সরকার, কম: গৌরাঙ্গ পাইন, কম: এন্দাদুল হক্ প্রমুখ। 

Helpline No - 8515010363