Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামী বছরের দুর্গা পুজোর তোরজোড় শুরু হল গোসানিমারিতে


পুজো শেষ হতেই গসানিমারিতে আবার আগামী বছরের পুজো নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল গতকাল সন্ধ্যায়। গতকাল গোসানিমারির কামতেশ্বরী ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সমাজসেবী মাননীয় নুর আলম হোসেন,  শিক্ষক প্রদীপ ঝা, ক্লাব সেক্রেটারি বাপ্পা চক্রবর্তী সহ গোসানিমারীর অন্যান্য সদস্য ও স্থানীয় মানুষ। 
কামতেশ্বরি ক্লাবের লক্ষ্য কোচবিহার সহ দিনহাটা এবং কোচবিহারের সকল নাগরিক কে আগামী বছর যাতে গোসানিমারিতে আনা সম্ভব হয়, তেমন আকর্শনীয় কিছু চমক । ক্লাব সম্পাদক এই চমক নিয়ে কিছু খুলে না বললেও সূত্রের খবর আগামী বছর কোচবিহারের মূল আকর্শন হতে চলেছে গোসানিমারি।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code