কোচবিহার জেলার দিনহাটা সাহিত্য-সংস্কৃতি-ক্রিড়া-রাজনীতি, এককথায় সবদিক থেকেই সমৃদ্ধ এক শহর। আর এই শহরের প্রাণকেন্দ্র বা এর শৈশব বেড়ে ওঠে যে মাঠে তার নাম সংহতি ময়দান।
যে মাঠে ভোরের আলো পড়ার সাথে সাথেই শুরু হয় শরীরচর্চা। সন্ধ্যা নামলেই যেখানে বসে প্রাণখুলে আড্ডা, সেই মাঠের কি অবস্থা হয় রাতের আঁধারে দেখে নিন একঝলকে-