Latest News

Ad Code

দিনহাটা ২ নং ব্লকে ঘোষিত কলেজে অবিলম্বে পঠন-পাঠনের দাবীতে 'মুখ্যমন্ত্রীকেই বলছি'

দীপাঞ্জন দত্ত,দিনহাটা:-
দিনহাটায় SFI - DYFI এর প্রগতিশীল পুস্তক  বিপণীর ৪র্থ দিনে "মুখ্যমন্ত্রী কেই  বলছি-দিনহাটা ২ নং ব্লকে ঘোষিত কলেজে অবিলম্বে পঠন - পাঠন চালু করতে হবে।"--এই দাবীতে মুখ্যমন্ত্রীকে ১ লক্ষ পোস্ট কার্ড প্রেরণ কর্মসূচীর সূচনা করা হল। 
উপস্থিতি ছিলেন দিনহাটা ২ নং ব্লকে ঘোষিত কলেজ স্থাপনের দাবিতে গঠিত সমন্বয়  কমিটির আহ্বায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য SFI এর সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, সহ আহ্বায়ক সাহেদ আলী ও মানস বর্মন, DYFI জেলা সম্পাদক শম্ভু চৌধুরী বিশিষ্ট শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব তার সাধন সিংহ,  বিশিষ্ট শিক্ষক দিলীপ সরকার, প্রাক্তন ছাত্র নেতা দিপক পাল, ছাত্র নেতৃত্ব সাব্বির রহমান, কপিল রায়, সুমন বর্মন, ধনঞ্জয় বর্মন, টুটুল সরকার, অংশুমালী রায় প্রমুখ। এছাড়াও শিক্ষা ও ছাত্র আন্দোলনের বিভিন্ন কন্ঠ স্বরের মানুষরা।
SFI নেতা শুভ্রালোক দাস বলেন-"কোচবিহার জেলার দ্বিতীয় বৃহত্তম মহুকুমা দিনহাটা তে কেনো একটি মাত্র কলেজ আছে? কেনো আর একটি কলেজ গড়ে উঠেছে না? আমরা চাই অবিলম্বে ২নং ব্লকে দ্বিতীয় কলেজ স্থাপন করে পঠনপাঠন চালু হোক। তৃনমূল সবার অভিযোগ শোনার জন্য একটি পদ্ধতি চালু করেছে দিদিকে বলো, কিন্তু আমার দিদিকে নয় মুখ্যমন্ত্রী কেই আমাদের এই দাবী জানাতে চাই। এর আগেও দিনহাটা ২নং ব্লকে কলেজ স্থাপনের জন্য ওখানকার ব্লক অফিসে SFI অবস্থানে বসেছিল কিন্তু কোন লাভ হয়নি তাই আমরা ফের একই দাবী জানাচ্ছি। দাবী আদায় না হলে আমরা অনিদৃষ্ঠকালের জন্য অনশনে বসবো"। DYFI নেতা শম্ভু চৌধুরী প্রায় একই সুরে বলেন-"মূখ্যমন্ত্রী সাধারণ ছাত্র ছাত্রীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছেন এখানে দ্বিতীয় কলেজ স্থাপনের আশ্বাস দিয়েও তা তিনি পুরন  করেন নি। এটা আমারা বরদাস্ত করবো না। যদি আমাদের দাবী মানা না হয় তাহলে SFI  ও DYFI বৃহত্তর আন্দোলনে নামবে। "
আগামী দুমাস ধরে ১লক্ষ পোষ্ট কার্ডে স্বাক্ষর করে সেগুলো কে নবান্নে পাঠানো হবে বলে জানান নেতৃত্ব। অনুষ্ঠান শেষে বহু সাধারণ মানুষ ও ছাত্র ছাত্রীদের পোষ্ট কার্ডে স্বাক্ষর করতে দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code