৮৮ ফুট গভীর কূপে আটকে পড়া এক শিশুকে উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন কর্মকর্তারা। গত শুক্রবার বিকেলে  দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুর একটি গভীর কূপে পড়ে গিয়ে সুজিত উইলসন নামের ২ থেকে ৩ বছর বয়সী ওই শিশুটি আটকা পড়ে। ফায়ার সার্ভিস কর্মকর্তা পুরু গান্ধী জানিয়েছেন, শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করতে কূপের অভ্যন্তরে একটি ক্যামেরা পাঠানো হয়েছে। এছাড়া তার শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি। বিভিন্ন সংস্থার প্রায় ৫৫০ জন উদ্ধারকর্মী শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা পুরু গান্ধী জানান, খেলতে গিয়ে শুক্রবার বিকেল পাঁচটা ৪৫ মিনিটের দিকে শিশুটি গভীর কূপে পড়ে যায়। প্রায় ৮৮ ফুট গভীরে আটকে পড়া শিশুটিকে উদ্ধার তৎপরতা চালানোর পাশাপাশি কূপের অভ্যন্তরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

তামিল নাড়ুর দুর্যোগ প্রশমন কর্মকর্তা জে. রাধাকৃষ্ণান জানান, শিশুটিকে উদ্ধারে ওই কূপের পাশেই আরেকটি কূপ খনন করা হচ্ছে। তবে ৪৫ ফুট খননের পর পাথরে বাধা পড়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমরা (মাঠের) প্রকৃতি বুঝে উঠতে পারিনি; এখানে পাথর ভর্তি। আমরা তাকে (আটকে পড়া শিশু) অক্সিজেন দিচ্ছি, কিন্তু পরিস্থিতি খুবই কঠিন। আশা করছি আট-দশ ঘণ্টার মধ্যেই অভিযান শেষ করতে পারবো’।

তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এদাপ্পাদি কে পালানিস্বামী এক টুইট বার্তায় জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারে ভারী ড্রিলিং মেশিন ও যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। এছাড়া উদ্ধার তৎপরতার ওপর ভিত্তি করে আরও সহায়তা চাওয়া হবে বলে জানান তিনি।

দুর্যোগ প্রশমন কর্মকর্তা জে. রাধাকৃষ্ণান জানান, শিশুটিকে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে বিভিন্ন সংস্থার প্রায় ৫৫০ জন কর্মী। এর মধ্যে ফায়ার সার্ভিস, রাজ্য ও কেন্দ্রীয় দুর্যোগ প্রশমন সংস্থা এবং পুলিশ বাহিনীর সদস্য রয়েছে। এছাড়া খনি কোম্পানি এনএলসি ইন্ডিয়া, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এবং ন্যাশনাল টেকনিক্যাল ইন্সটিটিউটের প্রাযুক্তিক বিশেষজ্ঞরাও উদ্ধার তৎপরতায় সম্পৃক্ত রয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছেন, শিশুটিকে রক্ষায় যেকোনও পদক্ষেপ নেওয়া হবে।




source: banglatribune