আনারুল ইসলাম প্রামাণিক, চ্যাংরাবান্ধাঃ
ওপার বাংলা এপার বাংলার দুই দেশের মধ্যে সম্প্রীতির মিলন মেলা হয় কালি পুজা উপলক্ষ্যে। ওপার বাংলার সাথে এপার বাংলার স্বজন ও আত্মীয় দের মধ্যে সাক্ষাৎ ও ভাব বিনিময় হয়। কেউ আনন্দ উপভোগ করে কেউ বহু পর স্বজন বন্ধু কে পেয়ে কান্নায় ভেঙে পড়ে, দুই দেশে দুই প্রান্তে দেশের সৈনিক অতন্ত্র প্রহরায় এই মিলন মেলায় এক নতুন মিলন সেতু বন্ধনের আবেগ সৃষ্টি করে।
বাংলাদেশ থেকে মৃত্যুঞ্জয় সেন দেখা করেন।বিজেপি যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সম্পাদক জ্যোতি বিকাশ রায়ের সাথে। তাদের দীর্ঘদিন ধরে বন্ধুত্ব হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখানে যারা এ দেখা করেন তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরনার্থী। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সুশান্ত রায় বলেন আমার অনেক প্রিয় আত্মীয় বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে নিজের ধর্ম রক্ষাত্বে ভারতে গেছে আজ তাদের সাথে দেখা করে আমার খুবই ভালো লাগছে। আমরা ধন্যবাদ দেই ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ কে। তারা এই মিলন মেলা করতে না দিলে আমাদের সারাজীবনও দেখা করা সম্ভব হত না। কারণ আমাদের এতো টাকা খরচা করে ভিসা বানিয়ে দেখা করা সম্ভব হত না। বিজেপি নেতা জ্যোতি বিকাশ রায় বলেন মিলন মেলা খুবই সুন্দর হয়েছে। আগামীতে এই মেলা আরো আকার ধারণ করুক এটাই প্রার্থনা করি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊