আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন
আরিফ হোসেন, গিতালদহ, ১০ই অক্টোবর: সাইকেল ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রান হারালো এক বৃদ্ধ। রংপুর রোডের গিতালদহের আগে চাইলোনদা এর কাছে হরিরহাট থেকে ফেরার পথে একটি রাস্তার মোড়ে বাক নেওয়ার সময় দিনহাটা থেকে যাওয়া একটি মোটর সাইকেল সজোরে আঘাত করে হরিরহাট থেকে সাইকেলে ফেরা ওই ব্যক্তিকে। এরপর ওই বৃদ্ধ মাটিতে পড়ে যায়, তড়িঘরি অ্যাম্বুলেন্সে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সত্তর বছর বয়সী সায়েদ আলী নবনী গ্রামের বাসিন্দা। এরুপ দুর্ঘটনায় মৃত্যুর জেরে এলাকায় শোকের ছায়া নেমেছে। স্থানীয় আনোয়ার হোসেন, পেশায় গৃহশিক্ষক জানান, অনবরত দ্রুত গতিতে চলা মোটর সাইকেলের জেরে প্রায় প্রতিদিন বিভিন্ন দুর্ঘটনা ঘটেই থাকে। আজ ফলস্বরুপ এই বৃদ্ধের মৃত্যু ঘটল। এরজন্য প্রশাসনকে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় সকলেই। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মোটর সাইকেল থাকলেও ঘাতক মোটর সাইকেল চালক ও তার সঙ্গী দুজনেই পলাতক।
আরিফ হোসেন, গিতালদহ, ১০ই অক্টোবর: সাইকেল ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রান হারালো এক বৃদ্ধ। রংপুর রোডের গিতালদহের আগে চাইলোনদা এর কাছে হরিরহাট থেকে ফেরার পথে একটি রাস্তার মোড়ে বাক নেওয়ার সময় দিনহাটা থেকে যাওয়া একটি মোটর সাইকেল সজোরে আঘাত করে হরিরহাট থেকে সাইকেলে ফেরা ওই ব্যক্তিকে। এরপর ওই বৃদ্ধ মাটিতে পড়ে যায়, তড়িঘরি অ্যাম্বুলেন্সে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সত্তর বছর বয়সী সায়েদ আলী নবনী গ্রামের বাসিন্দা। এরুপ দুর্ঘটনায় মৃত্যুর জেরে এলাকায় শোকের ছায়া নেমেছে। স্থানীয় আনোয়ার হোসেন, পেশায় গৃহশিক্ষক জানান, অনবরত দ্রুত গতিতে চলা মোটর সাইকেলের জেরে প্রায় প্রতিদিন বিভিন্ন দুর্ঘটনা ঘটেই থাকে। আজ ফলস্বরুপ এই বৃদ্ধের মৃত্যু ঘটল। এরজন্য প্রশাসনকে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় সকলেই। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মোটর সাইকেল থাকলেও ঘাতক মোটর সাইকেল চালক ও তার সঙ্গী দুজনেই পলাতক।
1 মন্তব্যসমূহ
Satty er ekta babostha neoya uchit
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊