Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাক অধ্যুষিত কাশ্মীরে ভারতীয় সেনার আক্রমণ-শতাধিক পাকিস্তানী সেনার মৃত্যু



 বার বার পাকিস্তানী সেনার সিজ ফায়ার এর জবাব দিলো ভারতীয় সেনা l এই ফায়ারিং এর মাঝে ভারতীয় সীমা দিয়ে জঙ্গি পাঠানোর জবাব দিচ্ছে ভারতীয় সেনা l পাক অধ্যুষিত কাশ্মীরের পাকিস্তানী ব্রিগেড হেডকোয়ার্টারে আজ ভারতীয় সেনা আক্রমণ করে, এই আক্রমনে দশটি পাকিস্তানী সেনা পোস্ট উড়িয়ে দেওয়া হয় l পাক অধ্যুষিত নিলামঘাঁটি ও লিপায়েলি থেকে অঝোরে গুলি বর্ষণ করছিলো পাকিস্তানী সেনা, এর জবাবে উড়িয়ে দিলো ঘাঁটি দুটিকে ভারতীয় সেনা l এখনও গোলা বর্ষণ চলছে বলে জানা গেছে l

একশো বেশি পাকিস্তানী সেনার মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code