আনারুল ইসলাম প্রামাণিক,  চ্যাংরাবান্ধাঃ

ভারত বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক বানিজ্যিক বাজার চ্যাংরাবান্ধা। আর বানিজ্যিক বাজার এর উপর দিয়ে চলে ব্যবসা যার উপর নির্ভর করে লক্ষ মানুষ। এবাব চ্যাংরাবান্ধা  ট্রাক ওনার্স এসোসিয়েশন এর পক্ষ্যে থেকে  কোন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের না নিয়ে সীমান্ত রক্ষীবাহিনীর উচ্চ আধিকারিক ও রাজ্য সরকারের প্রশাসনের উপর নির্ভর করে সুন্দর  ভাবে দুর্গাপূজার উৎসবের শুভ সুচনা করলেন। সংস্থার সম্পাদক আব্দুল ছামাদ ও আব্দুল মজিদ জানান আমরা এবার দুর্গাপূজার পুর্বে দুস্থ জনের স্বেবায় বিনামুল্যে চক্ষু, স্বাস্থ্য পরীক্ষা করাই, তা ছাড়াও গরিব দুস্থ পরিবারের পাশে আছি থাকব। 
আজ  ১৪৮ বি এন বিস এফ সিও বিন্ম্র সাউ দুর্গা মন্ডপের ফিতা কেটে মন্ডপ প্রবেশের শুভ সুচনা করেন, উপস্থিত থাকেন রাজ কুমার সিং ১৪৮ কোম্পানি কমান্ডার।   এস ডি পি ও সিদ্ধার্থ দর্জি,  মেখলিগঞ্জ থানার ও সি রাজু সোনার রপ্রমুখ । চ্যাংরাবান্ধা ভি আই পি  মোড় সার্বজনিন  ক্লাব।  দুর্গাপূজার কমিটির সদস্য রা জানান এবার সহ ২১ তম বর্ষে পদার্পণ করল পূজা।