শামুকতলা, ২৬/০৯/২০১৯:
কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশনের পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিন উপলক্ষে সরকারি প্রাইমারি স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদের নতুন বস্ত্র দিয়ে শারদীয়ার আনন্দ ছাড়িয়ে দিল আলিপুরদুয়ার-২ ব্লকের শামুকতলা এলাকায়।
এদিন তারা দুইধাপে শামুকতলায় অনুষ্ঠান করেন৷ শামুকতলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আরও তিনটা স্কুল অর্থাৎ শান্তালপুর মিশন প্রাইমারি স্কুল, শক্তিনগর প্রাইমারি স্কুল, গান্ধী শতাব্দি হিন্দি প্রাইমারি স্কুল এর ছাত্রছাত্রীদের সমাবেশ করে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেন অপরদিকে ধওলাঝোরা চাবাগান এলাকাতে আরও কিছু কচিকাঁচাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে তাদের কাছে নতুন বস্ত্র নিয়ে পৌছে যান কামাখ্যাগুড়ি ভলান্টারি অরগানাইজেশনের সদস্য সদস্যরা অর্থাৎ সবকিছু মিলিয়ে প্রায় 126 জন ছাত্র-ছাত্রীদের শারদীয়া উৎসবকে তাদের কাছে আরো সৌভাগ্যময় করে তোলেন। সংস্থার সভাপতি দীপ ঘোষ ও সংস্থার সম্পাদক পার্থ প্রতিম সাহা জানান 'ধাপে ধাপে তারা আরও বিভিন্ন জায়গায় শারদীয়া উপলক্ষে কচিকাঁচাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে নতুন বস্ত্রের অনুষ্ঠান চালিয়ে যাবেন'। এছাড়াও উপস্থিত ছিলেন ওপরের 4 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দসহ অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊