আজ দিনহাটা ২নং ব্লকের বামন হাট ১নং গ্রাম পঞ্চায়েতের প্রতন্ত অঞ্চল পোয়াতুর কুঠি ছিটমহলে সহ কৃষি অধিকর্তা (প্রশাসন)এর করন ,দিনহাটা মহকুমা-এর আয়োজনে এবং সহ অধিকর্তা,২নং ব্লকের সহোযোগিতায় অনুষ্ঠিত হল রাজ‍্য প্রকল্পাধীন নিবিড়ভাবে পাট চাষের উপর ১দিনের কৃষি প্রশিক্ষণ শিবির।এই শিবিরের অংশগ্রহণ করে ছিলেন ১০০জন কৃষক।উপস্থিত ছিলেন প্রনবজ‍্যোতি পন্ডিত উত্তর বঙ্গ কৃষি আধিকারিক,বলরাম দাস SAO দিনহাটা,প্রবোধকুমার মন্ডল ADAদিনহাটা২,কৃষক বন্ধু বাবলু মোদক ।