Latest News

6/recent/ticker-posts

Ad Code

তুষারের জন্য এগিয়ে এসেছে কামাক্ষ্যাগুড়ির যুবসমাজ, আপনি আসবেন না?

প্রতিবেদক:- বিশ্বজিৎ বর্মন
কামাখ্যাগুড়ি,  12/09/19

কামাখ্যাগুড়ি চড়কতলার ছেলে রতন দাস, পিতা শ্রী অনিল দাস আজ এক মুমূর্ষু রোগের সম্মুখীন হয়েছে। রতন দাসের হঠাৎ আচমকাই ব্রেন স্টোক হয়ে যায়। অনিল দাসের অবস্থা খুবই শোচনীয়, পারিবারিক দুর্দশার কারনে তার একমাত্র ছেলেকে সুস্থ করে তোলার সমস্ত খরচা তার  পক্ষে বহন করা সম্ভব নয়। পরিবারের একমাত্র আয়ের উৎস তার একমাত্র ছেলে তুষার দাস। ছেলে হারালে তারা বেঁচে থাকার উৎস হারিয়ে ফেলবে। 

তুষারের বাবা জানিয়েছেন- "আমরা সকল সমাজ সচেতন মানুষের কাছে অনুরোধ করছি আমাদের পাশে দাড়ানোর জন্য যাতে আমি আমার একমাত্র পুত্র কে সুস্থ করে তুলতে পারি।" 
কামাখ্যাগুড়ির যুব সমাজ দীপ ঘোষ,  অরিন্দীপ দাস, শংকর বিশ্বাস, প্রসেনজিৎ দত্ত, রাজকুমার পাল সহ অনেকে এগিয়ে এসেছে সাহায্যের জন্য।


বাবার নাম্বার 7384111218

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code