Latest News

6/recent/ticker-posts

Ad Code

"ছেলেধরা" আতঙ্ক কাটাতে এগিয়ে এলেন শিক্ষক-উদাসীন প্রশাসন

সংবাদ একলব্য, বড়শাকদল, ১২ সেপ্টেম্বর:
ছেলেধরা বা ছাওয়াধরা  গুজবের ঘোর এখনও কাটেনি বড়শাকদল অঞ্চলের হেদারহাটে। ইতিমধ্যে দিনহাটা ২নং ব্লকের বিডিও সাহেবের নির্দেশে যদিও জনসচেতনতা বাড়ানোর জন্য বড়শাকদল অঞ্চল থেকে মাইক প্রচার চালানো হয়েছিল , তথাপি ছেলেধরা যে একটা গুজব এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি এলাকার মানুষজন। বরং তারা এতটাই আতঙ্কিত যে বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে রাজি হচ্ছেন না। বড়শাকদল জুনিয়র বেসিক স্কুলের মাননীয় উত্তম মহন্ত জানান, কয়েকটি ছাত্র বিদ্যালয়ে অনেক কয়েক দিন ধরে না আসায় তাদের বাড়িতে গেলে ছাত্ররা জানায়, ছেলেধরার আর গলাকাটার ভয়ে মা বিদ্যালয়ে যেতে দেয় না। উত্তমবাবু  এও জানান "এলাকার মানুষের মধ্যে এখনও ছেলেধরা গুজবের রেশ কাটেনি। অঞ্চল প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে। কিন্তু অঞ্চল প্রশাসন বিডিও সাহেবের নির্দেশ সত্ত্বেও দায় সারা ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।"
কী বললেন শিক্ষক মহাশয় ও ছাত্র ছাত্রীরা দেখুন বিস্তারিত ভিডিওতে-



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code