আনারুল ইসলাম প্রামাণিকঃ

বালুরঘাট থানার পরানপুরে পথ অবরোধ, সমস্যায় নিত্যযাত্রী থেকে কলেজ পরীক্ষার্থীরা। সকাল ১০ টা থেকে চলছে পথ অবরোধ। দীর্ঘ চার ঘণ্টা ধরে অবরোধ চললেও দেখা নেই প্রশাসনের। এলাকায় বিদ্যুৎ না থাকায় পথ অবরোধ করে এলাকাবাসী। ইলেকট্রিকের ট্রান্সফর্মার না দেওয়া পর্যন্ত উঠবে না বলে দাবি অবরোধকারীদের। পুজোর আগে দীর্ঘ চার দিন থেকে পরানপুর এলাকায় নেই বিদ্যুৎ। ট্রান্সফর্মার খারাপ হয়ে যাওয়ায় অন্ধকারে দিন কাটছে পরানপুর গ্রামবাসীর। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় হচ্ছে সমস্যা। বারংবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়েই বুধবার সকাল দশটা থেকে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে ট্রান্সফর্মার লাগিয়ে বিদ্যুৎ সংযোগ করতে হবে এলাকায়। অন্যথা তাদের অবরোধ চলবে। চার ঘন্টা যাবত খবর চললেও দেখা নেই প্রশাসনের। 

অপরদিকে কলেজগুলির পরীক্ষা চলাকালীন এরূপ পথ অবরোধের ফলে সমস্যায় পরীক্ষার্থীরা।এ বিষয়ে আন্দোলনকারী তন্ময় মহন্ত ও শিখা প্রামানিক জানান, গত চারদিন ধরে বিকল হয়ে রয়েছে এলাকার একমাত্র ট্রান্সফর্মার। এর ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা গ্রাম। সামনে পুজো তার মধ্যে ছেলেমেয়েদের চলছে পরীক্ষা এমত অবস্থায় বিদ্যুৎ না থাকায় ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে তাদের। পুরো বিষয়টি বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছে। ঘটনায় বিদ্যুতের পক্ষ থেকে জানানো হয় ১০-১৫ দিন লাগবে নতুন ট্রান্সফর্মা পেতে। দ্রুত বিদ্যুতের দাবিতে এদিন তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি যতক্ষণ না নতুন ট্রান্সফর্মার লাগানো হচ্ছে তাদের এই অবরোধ বিক্ষোভ চলবেই। 

যদিও এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরে আধিকারিকরা সংবাদ মাধ্যমের সামনে কোন কিছু বলতে চাননি।