Latest News

Ad Code

ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির



রানা দেঃ
গতকাল মাথাভাঙ্গা মহকুমা আইনি পরিষেবা কমিটি-র উদ্যোগে ও ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ও দায়রা জজ তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী সুকুমার রায়, কোচবিহার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শ্রী অরিন্দম চট্টোপাধ্যায়, মাথাভাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তথা মাথাভাঙ্গা মহকুমা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান শ্রী নির্বাণ খেসং, কোচবিহারের অতিরিক্ত জেলা জজ শ্রীমতী মধুছন্দা বোস, মাথাভাঙ্গার এসিজেএম শ্রী মৃণাল কান্তি মন্ডল, কোচবিহার চাইল্ডলাইন সদস্য নিখিল চন্দ্র রায়, মাথাভাঙ্গার আইনজীবী শ্রী রবীন্দ্রনাথ রায় বসুনিয়া ও আইনজীবী শ্রী যামিনী কুমার বর্মন প্রমুখ।

এদিন শিবিরে বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। শিবিরে কিভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া যায়, লোক আদালত, নারী নির্যাতন, শিশুপাচার, শিশুশ্রম, যৌন নির্যাতনসহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে কিভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া যায় সে সংক্রান্ত কিছু লিফলেটও বিলি করা হয়। এই ধরনের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজে এর সুপ্রভাব পড়বে। এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code