Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওৎ-রানা সরকার


ওৎ
রানা সরকার

আমার ভেতর একটা আস্ত শকুন রয়েছে
ওৎ পেতে থাকি, বড় মাছের টুকরো
আমার পাতে লাফাতে লাফাতে চলে আসে।

মা একটি সাদা খরগোশ পোষে
আমাকে দেখে আঁচলের নিচে লুকায়,
মা আমাকে আরও এক টুকরো মাছ দেয়।

বাবা বিড়ির টান দেয়
বাবার বুকে রয়েছে একটি গুহা
শেষ প্রান্তে যেতে ভয় পাই
আমি বিড়ির কাছাকাছি গেলে
আমি আরেক টুকরো মাছ পাই।

আসলে আমার প্রেমিকার মধ্যে বাস করে
এক আস্ত ঢোড়া সাপ। খাবলায় কামড়ায়
নিজেই ক্লান্ত হয়। আমি মাছ খেতে খেতে
ছোঁ মেরে ঢোড়া সাপ গিলে নিই। এখন আর
আমার দেহে মাথাও নেই, হৃৎপিন্ডও নেই...

শুধু ওৎ পেতে অপেক্ষা করছি হরিণের লাল মাংসের!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code