ইতিমধ্যে বাঙালীর সবচেয়ে বড় উৎসবের কাউনডাউন শুরু হয়ে গেছে । আমরা বাঙালীরা বারোটা মাস অপেক্ষা করে থাকি এই শরতের জন্য , মা কাখন আসবেন মেঘের ভেলায় চেপে তার বাপের বাড়িতে । মা নিজে এখন কুমোরটুলিতে নিজেকে সাজিয়ে তুলতে ব্যস্ত আর তার সন্তান হয়ে আমরা সাজবোনা টা কিরে সম্ভব । পুজোর এই কটা দিন তাই আপনার প্রিয় মানুষটির মনের মতন করে নিজের সাজিয়ে তুলুন আর চুটিয়ে আড্ডা হোক প্যান্ডেলে।তাই প্রথম সংখ্যাটিতেই এবারের পুজোয় বাঙালী রমনীদের সাজসজ্জ্বা নিয়ে কলম ধরেছেন কলকাতার ফ্যাশন ডিজাইনার তন্নিষ্ঠা চক্রবর্তী ।

সপ্তমীর সকালঃ 
সপ্তমীর সকালের হাল্কা আমাজে প্যান্ডেলে প্যান্ডেলে জমে ওঠে বন্ধুদের সাথে আড্ডা গল্প খুনসুটি তাই কমফোর্টেবল ট্রেন্ডি লুকটাকেই প্রাধান্য দেওয়া উচিত । তাই টিনএজ ও মধ্যবয়সিদের জন্য বলব কোল্ড সোল্ডার সাথে হাই স্লীভ স্ট্রেইট পরতে । কোল্ড সোল্ডার এই বছরের লেটেস্ট ফ্যাশন।এছাড়াও আর একটি পপুলার ড্রেস যেটি এই বছর লেটেস্ট ট্রেন্ড ক্যাটাগরিতে আছে সেটা হল প্লীটেড প্যালাজো প্যান্ট।
সপ্তমীর সকালে এই বছরের জন্য সেরা হল ক্রপ টপ সাথে হাই ওয়েস্ট পালাজো যা আপনাকে একটু হট ও স্মার্ট লুক দেবে ।

মেকআপ : এদিন সকালের মেকআপ থাকবে একদম পরিস্কার এবং nude color এর লিপস্টিক । Keep your hair curly or you can tie up your hair with messy bun for a perfect look. 

সপ্তমীর সন্ধ্যা ও রাত : পুজো শব্দটার সাথে পুজো প্রেম কথাটি ভীষণভাবে জড়িয়ে । এই সময়টি তোমার প্রিয় লোকটিকে মনের কথা বলার এবং তার সাথে সপ্তমীর সন্ধ্যায় দেখা করা বা ঘুড়তে যাওয়ার উপযুক্ত সময় । এক্ষেত্রে আপনার লুকটা যেন একটু আলাদা কিন্তু সফট ও ক্রিমি হয় । এই সময়ের জন্য আমার আপনি nude রঙের ওশিয়ারলেশ ক্রপ টপ এবংএর
সাথে উজ্জ্বল লেহেঙ্গা স্কার্ট 
অবশ্যই পড়বেন।

ট্র্যাডিশনালের বাইরে কেউ যদি ওয়েস্টার্ন সিলুয়েট (western silhouette) পরতে চায় তাহলে আমি প্রথমেই সাজেস্ট করব Clean cuts embellished jumpsuit অথবা shimmery jumpsuit . 

মেকআপঃ আপনি যতটা কম জুয়েলারী পড়বেন এবং মুখের মেকআপটা যতটা স্বাভাবিক ন্যাচারাল করা যায় ততটাই লাস্যময়ী হয়ে উঠবেন। সেই সাথে এমব্রয়ডারি করা hand ব্যাগ নিতে ভুলবেন না ।

ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে-নজর রাখুন আগামী পর্বের জন্য আমাদের ফেসবুক পেজে।


যে কোন পোশাক কিনিতে পারেন  DRESS COLLECTION থেকে-