নিজস্ব সাংবাদিক, ধূমপুর, ২৮শে সেপ্টেম্বর ২০১৯ঃ DSO এর উদ্যোগে ধূমপুরে পালন হলো শহীদ -ই-আজম এর ১১২ তম জন্মদিন। DSO এর এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে অনেকেই। স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও ভাগৎ সিং যেন আজ ব্রাত্য। যতটা সম্মানের সাথে ভাগৎ সিং এর জন্মদিন পালন করা দরকার ঠিক ততটা উদ্দিপনা যেন দেখা যায় না। DSO ধূমপুর এর সদস্য কমরেড প্রবীর সেন এ ব্যাপারে বলেন "ভাগৎ সিং এর বিপ্লবী চেতনা যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এটাই DSO এর প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন এই মহান ব্যক্তিদের চিন্তা, চেতনা বর্তমান যুবসমাজের জন্য অত্যন্ত দরকারি। অন্যায়ের ভিত্তির উপর প্রতিষ্ঠিত বর্তমান সমাজব্যবস্থাকে পরিবর্তিত করার জন্যই বিপ্লব আমাদের চাই৷ আর বিপ্লব আনতে দরকার বিপ্লবী চেতনা, ভাগৎ সিং এর মত মহামানব দের চর্চা ও তাদের জীবনদর্শন অনুসরণ। বর্তমান সমাজ ব্যবস্থায় একদিকে, সকলের মুখের অন্ন উৎপাদন করছে যে কৃষক সে সপরিবারে উপবাসে মরছে, যে তন্তুবায় কাপড় বুনে সারা পৃথিবীর বাজার পূর্ণ করে দিচ্ছে, তার নিজের ঘরে নিজের এবং শিশুর শরীরটুকু ঢাকা দেওয়ার উপযুক্ত বস্ত্রখন্ড জোটে না৷ রাজমিস্ত্রি, কর্মকার এবং সূত্রধর অপরূপ প্রাসাদ নির্মাণ করছে, কিন্তু তাদের নিজেদের জীবন শেষ হয়ে যাচ্ছে নোংরা বীভৎস স্বস্তির অন্ধকারে৷
অন্যদিকে পুঁজিপতি, শোষক, সমাজে যারা ঘুণ পোকার অস্তিত্ব নিয়ে বেঁচে আছে, তারা নিজেদের লিপ্সা চরিতার্থ করতে কোটি কোটি টাকা জলের মতো খরচ করছে৷ এই ভয়ঙ্কর বৈষম্য এবং আত্মবিকাশের অধিকারের ক্ষেত্রে মিথ্যা সমানাধিকারের বাণী সমাজকে এক মাৎস্যন্যায়ের দিকে এগিয়ে দিচ্ছে৷ এই পরিস্থিতি কখনওই চিরস্থায়ী হতে পারে না৷ বরং এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান যে, আজকের সমাজব্যবস্থা আত্মবিস্মৃত আনন্দে এক অগ্নিগর্ভ পর্বতের জ্বালামুখের উপর বসে আছে, এবং কোটি কোটি শোষিত মানুষের শিশু–সন্তানদের সঙ্গে শোষক বর্গের ঘরের অবোধ শিশুরাও এক বিপজ্জনক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে৷ যদি সময় থাকতে মানবসভ্যতার কাঠামোকে রক্ষা করা না যায়, তবে তা ধ্বংস হয়ে যাবে এবং এই জন্যই বিপ্লব অত্যাবশ্যক৷ যারা এই প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেন তাঁদের কর্তব্য হল মানবসমাজকে সমাজতান্ত্রিক ভিত্তির উপর পুনর্গঠিত করা৷ সমাজতান্ত্রিক ভিত্তি গড়ার জন্য দরকার একদল রুচিশীল যুবকের। ছেলেদের মধ্যে এই সাম্যবাদের ধারণা জাগরণের জন্যই ভাগৎ সিং এর চেতনা যুবসমাজের প্রয়োজন। তাই DSO ভাগৎ সিং এর জন্মদিন পালন করতে বদ্ধপরিকর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊