আনারুল ইসলাম প্রামাণিক,চ্যাংরাবান্ধাঃ
আজ মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় নস্যসেখ উন্নয়ন মঞ্চের কমিটি গঠন ও সাংগঠনিক আলোচনা বর্ধিত সভা হয়। সভায় কোচবিহার জেলার সাধারণ সম্পাদক সাহিন আলী সরকারের নেতৃত্বে কুচলিবাড়ি অঞ্চল  কমিটি গঠন হয় যার সভাপতি আনোয়ার হুসেন, সহ সভাপতি সহিদুল ইসলাম ও সম্পাদক রহিদুল ইসলাম সহ মোট ৩১ জনের এক টি কমিটি গঠন করা হয়।কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম নবী আজাদ জানান  আমরা সমগ্র নস্যসেখ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের স্বার্থে পৃথক নস্যসেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে এই আন্দোলন করে চলছি।
তিনি আরও জানান যে " রাজবংশী, নস্য-শেখ শেরশাবাদীসহ  সকল ভূমিপুত্র জনজাতিকে মুলনিবাসী ঘোষণার দাবি এবং NRC বিষয়ে সচেতনতার জন্য ইতিমধ্যেই উত্তর বঙ্গ জুড়ে বিভিন্ন অঞ্চলে আমাদের সচেতনা মূলক বিভিন্ন কর্মসূচি  চলছে।"  যেখানে রাজ্য ও কেন্দ্রীয় স্তরের বহু নেতৃত্বেদের নিয়ে প্রত্যেক টি জেলায় এই আন্দোলন আরও জোরদার করার সিধান্ত হয় বলে আজাদ বাবু জানান।সেই সঙ্গে এদিন হলদিবাড়ি ব্লকের সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পায় আবুল কালাম সরকার  ও স্বাধারণ সম্পাদক হিসেবে নুর সরকার কে মনোনীত করা হয়।