সংবাদ একলব্য, ১লা সেপ্টেম্বর ২০১৯ঃ ৩০শে অগাস্ট শুক্রবার সকাল বেলা প্রাতঃ ভ্রমণে বেরিয়ে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ দুষ্কৃতিদের আক্রমণের শিকার হন বলে জানা যায়। প্রতিদিনের মতোই এদিন লেক টাউনে প্রাতঃ ভ্রমনে বেরিয়ে 'চায়ে পে চর্চা' কর্মসূচি চালাচ্ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। সেই সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বহু তৃনমূল কর্মী তাকে ঘিরে ফেলে এবং গো ব্যাক স্লোগান দিতে শুরু করে বলে অভিযোগ ওঠে। এমনকি পর পর এইভাবেই আরও তিনবার বিজেপির অন্য নেতাদের উপরে আক্রমণের অভিযোগ উঠে। 

৩০ অগস্ট, দুপুর আক্রান্ত বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিত্‍ দাসের উপরে আক্রমণে অভিযোগ ওঠে। শুক্রবার সকালে বিধানসভায় যাওয়ার পথে গোপালনগরের ঘোষপাড়ার মুখে দুষ্কৃতীরা তার উপরে আক্রমণ করে বলে অভিযোগ বিজেপি বিধায়কের। 

আজ ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিজেপি সাংসদ অর্জুন সিং এবার আক্রান্ত হলেন নিজের গড়েই। শুধু তাই নয়, তাঁর গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বিক্ষোভ, এমনকী পুলিশের মারে তাঁর মাথা ফেটেছে বলে অভিযোগ। তাঁর মাথায় সাতটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। সাংসদ অর্জুন সিংয়ের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত গাড়িচালকও। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে শ্যামনগরের ফিডার রোডে। 

কয়েকদিনের মধ্যেই তিন জন হ্যাভিওয়েট নেতৃত্বের ওপর আক্রমণের ঘটনায় কোণঠাসা রাজ্য বিজেপি। মুলতঃ এই তিন ঘটনার প্রেক্ষিতেই সোমবার জেলায় জেলায় বিক্ষোভ দেখাবে বিজেপি। সব জায়গাতেই রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবে বলেও জানানো হয়েছে।

(সংবাদ একলব্য এই  সংবাদ সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)