আনারুল ইসলাম প্রামাণিক,চ্যাংরাবান্ধা: 
মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় চোরঙ্গী সানরাইস কিন্ডার গার্ডেন স্কুলে আজ সারাদিন ব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুস্টিত হয়। অনুস্টানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গন সহ কিশলয় পড়ুয়াদের নিয়ে চলে মমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বসে আঁকো, ছড়া, আবৃত্তি ও প্রতিযোগিতা মুলক আবৃত্তি পাঠ হয়। 
এ ছাড়াও বিনোদন মুলক সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। বিদ্যালয়ের পরিচালক ইউনুস আলী জানান এটি একটি  সম্পুর্ন বেসরকারি উদ্যেগে পরিচালিত। প্রতি বছর এই বিদ্যালয় থেকে শিশুরা ভাল রেজাল্ট করে বেরিয়ে আসে। এর জন্যে সংশ্লিষ্ট এলাকার প্রধান সবিতা বিশ্বাস সাধুবাদ জানান অনুস্টানে মানিগুণি ব্যাক্তি গন উপস্থিত থাকেন। আজকের এই অনুস্টানে বিপুল উৎসাহ ও ব্যাপক সারা পান বলে বিদ্যালয়ের কর্নধার ইউনুস আলী জানান।


ভিডিও নিউজ দেখার জন্য আমাদের ফেসবুক পেজে নজর রাখুন-
https://www.facebook.com/sangbadekalavya