আনারুল ইসলাম প্রামাণিক,চ্যাংরাবান্ধাঃ  
মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রানী ও মৎস দপ্তরের উদ্যেগে ১৫ জন মৎস্যজীবি কে মাছের পোনা বিতরন করা হয়। এই মাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণী দপ্তর কর্মাদক্ষ বাবুল হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার মেখলিগঞ্জ ব্লকের জয়েন্ট বি ডি ও দেবব্রত স্যান্যাল। এই মাছের চারা পেয়ে খুশি মৎস জীবিরা। 
এ ছাড়াও মৎস ও প্রানী দপ্তর কর্মাদক্ষ বাবুল হোসেন জানান আমরা সভাপতির হাত দিয়ে আজ সাত জন মৎস্য বিক্রেতার হাতে সাইকেল তুলে দেই।আগামী দিনে যাতে আরও বেশি করে মাছের পোনা ও সাইকেল দিয়ে পারি এর জন্যে প্লান এস্টিমেট দেওয়া হয়েছে। সভাপতি নিয়তি সরকার জানান আমরা মৎস জীবিদের পাশে আছি থাকব। আগামী দিনে তাদের কে আরও বেশি বেশি করে সহযোগিতা পাবে যদি তারা সঠিক ভাবে স্বনির্ভর হবার জন্য চ্যাস্টা করেন।