Latest News

6/recent/ticker-posts

Ad Code

গণেশ পূজায় মেতে উঠলো বিনাপানী সংঘ

মধুসূদন রায়, ময়নাগুড়ি, ৩  সেপ্টেম্বর : আজ গণেশ চতুর্থী তিথিতে মেতে উঠলো ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি ২ নম্বর অঞ্চলের  ডাকুয়ার বাড়ি এলাকা । শাস্ত্র মতে, ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের জন্ম হয়। গণেশ তার বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ। কিন্তু তাঁর হাতির মাথাটিই তাকে সর্বাধিক পরিচিতি দান করেছে। তাই  শাস্ত্র ও পূর্ব পুরুষের এই নীতি মেনে আজও বাঙ্গালী সম্প্রদায়ের  মানুষেরা  গণেশ চতুর্থীর দিনে সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রুপে তার  পূজো করে আসছেন।
 বিনাপানি সংঘের সদস্য পবিত্র বর্মন জানায় ভগবান শ্রী গণেশের পূজো প্রত্যেক বৎসরের মতো এবারও আমরা   সুষ্ঠ  ভাবে  পরিচালন করতে পেরে  খুবই আনন্দিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code