Latest News

6/recent/ticker-posts

Ad Code

কালীপুজোর মুখে তিন বিধানসভায় উপনির্বাচন


কালীপুজোর মুখে তিন বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। খড়গপুর সদর, করিমপুর এবং কালিয়াগঞ্জ।নির্বাচন কমিশনের সূত্রে খবর,হয়েছে ২১অক্টোবর উপনির্বাচন হবে ওই ৩ বিধানসভায়। ফল বেরোবে ২৪ অক্টোবর।
রাজ্যে কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে অনেকদিন ধরে শূন্যস্থান তৈরি হয়েছিল উত্তর দিনাজপুরের করিমপুর বিধানসভা। আর বাকি দুই বিধানসভা আসন শূন্য কারণ, তৃণমূলের মহুয়া মৈত্র এবং দিলীপ ঘোষ সাংসদ হয়ে যাওয়ায়। উল্লেখ্য,আগামী ২ ও ৯ নভেম্বর শেষ হচ্ছে যথাক্রমে হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ। 
এছাড়া নির্বাচন হবে অরুণাচল প্রদেশ,বিহার,ছত্তিসগঢ়,অসম, গুজরাট,হিমাচল প্রদেশ,কেরল,মধ্য প্রদেশ,মেঘালয়, ওড়িশা, পুদুচেরি,পঞ্জাব,রাজস্থান,সিকিম,তামিলনাড়ু,তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশে উপনির্বাচন হবে।
তবে পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। অনেকের কথায়,পশ্চিমবঙ্গ নির্বাচন মানেই তো খুন,বোমাবাজি। নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ হলো নির্বাচন গুলো ঠিক ঠাক করাতে পারবে তো? কালিপূজার মুখে মানুষের আনন্দ কেড়ে নেবে না তো নির্বাচন!

(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজফিড থেকে সংগৃহীত) 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code