আরিফ হোসেন, ৩রা সেপ্টেম্বরঃ সমুদ্রের উত্তাল ঢেউ দেখে আবেগে ভাসতে ভাসতে মোবাইল হাতে অনেকটাদূর হাটঁতে থাকলে ঢেউ আসলে সামলাতে না পেরে সমুদ্র গর্ভেই পড়ে যান এক মহিলা। জানা যায়, ৪০জনের একটা দল হুগলি থেকে বাসে আসে দীঘায়। সেই বাসের ই যাত্রী এই দম্পতি দীপু ও তাঁর স্ত্রী মিতা। সোমবার দিঘায় পৌঁছেই দীপুর স্ত্রী সৈকতে যান। সঙ্গে ছিলেন দীপুও। সোমবার থেকেই দিঘার সমুদ্র ছিল উত্তাল। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতে একটি মোবাইল নিয়ে দীপুর স্ত্রী ক্রমেই সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাঁকে পিছন থেকে একাধিকবার ডাকাও হয়। কিন্তু তিনি শোনেননি। ঢেউ এলে সামলাতে না পারলে চিৎকার শুরু করেন মহিলা তখন তার স্বামী ছুটে যান। যদিও ততক্ষনে ঢেউয়ের মাঝে বেসামাল দুজনেই। কোনোমতে স্ত্রীকে ঠেলে দিয়ে তলিয়ে যায় স্বামী দীপু। পরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দীপুর স্ত্রীকেও দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মাহত ওই পর্যটক দলের সকলেই। এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকল দীঘার সৈকত।