Latest News

6/recent/ticker-posts

Ad Code

উশু(কুং ফু)তে চমকপ্রদ সাফল্য সাহেবগঞ্জ হাইস্কুলের

অনুপম মোদক , সাহেবগঞ্জ, ২ সেপ্টেম্বরঃ পশ্চিমবঙ্গ উশু অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও কোচবিহার জেলা উশু অ্যাসোসিয়েশনের ব্যবস্হাপনায় গত ৩০ আগষ্ট কোচবিহার স্টেডিয়ামে আয়োজিত ওয়েষ্ট বেঙ্গল জুনিয়র উশু ( Chinese Mustler/kung fu) চ্যাম্পিয়নশিপ এবং ২৮ ও ২৯ আগষ্ট তুফানগঞ্জের কমিউনিটি হলে আয়োজিত কোচবিহার জেলা সাব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে চমকপ্রদ সাফল্য পেল দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ হাইস্কুলের ছাত্রছাত্রীরা। কোচবিহারে আয়োজিত রাজ্যস্তরের টুর্নামেন্টে ব্রোঞ্জ এবং তুফানগঞ্জে আয়োজিত জেলাস্তরের টুর্নামেন্টে দুটি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় তারা। সান্ডা(ফাইটিং) ইভেন্টে স্কুলের লক্ষ্মী সরকার ৫৬ কেজি বিভাগে কোচবিহার জেলায় প্রথম হয়ে সোনা ও রাজ্য স্তরে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পান। স্কুলের আবু লায়েজ আলি ২৬ কেজি বিভাগে জেলায় প্রথম হয়ে সোনার পদক পান। এছাড়াও ওই একই ইভেন্টে স্কুলের ছাত্রী সঙ্গীতা বর্মন(৪২ কেজি বিভাগ) কোচবিহার জেলায় দ্বিতীয় হয়ে রুপা এবং আনসুয়া মোদক(৪৮ কেজি বিভাগ) জেলায় তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই চমকপ্রদ সাফল্যে শিক্ষক ও অভিভাবক মহলে খুশির হাওয়া। ছাত্রছাত্রীদের উশু (কুং ফু) প্রশিক্ষক অপু বর্মন বলেন, সকলেই খুবই প্রতিভাবান ও দক্ষ। যথাযথ সুযোগ পেলে অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে জেলা , রাজ্য , দেশের গন্ডী ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও ছাপ রাখার যথেষ্ট সম্ভাবনা মজুত রয়েছে। যথাযথ পরিকাঠামো ও প্রশিক্ষনের প্রয়োজন। এবিষয়ে সাহেবগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী প্রান্তিক দিনহাটা ২ ব্লকের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাজ্য ও জেলাস্তরে সাফল্য এটাই প্রমানিত করে যে প্রতিভার অভাব নেই। স্কুলের চমকপ্রদ সাফল্যে খুব খুশি ও গর্বিত। বিদ্যালয়ে খেলাধুলার প্রতি বিশেষ নজর আগে থেকেই রাখা হতো। এই সাফল্য সকলকে আরও উদ্বুদ্ধ করবে ও সকলেই খেলায় যোগদানে আগ্রহী হবে। অভিভাবকরাও খুশি। ছেলেমেয়েরা ভবিষ্যতে আরও সাফল্য কামনা করছেন তারা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code