Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিদিকে বলো কর্মসূচী ওকড়াবাড়ীতে

আরিফ হোসেন, ২৫শে সেপ্টেম্বর: রাজ‍্যজুড়ে দিদিকে বলো কর্মসূচী চলছে জোড় কদমে। সাধারন জনগনের আবদার, ইচ্ছা, অভিযোগ জানাতে রাজ‍্য সরকার এই কর্মসূচীর আরম্ভ করে। এবার ২৩শে সেপ্টেম্বর কোচবিহার জেলার দিনহাটা ১নং ব্লকের ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের বড় ফলিমারী গ্রামে (6/266) দিদিকে বলো কর্মসূচী অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী অঞ্চলের বর্ষীয়ান নেতা বাপী হক ও শিক্ষক মাইনুদ্দীন মিঞা মহাশয়। এই দুই বর্ষীয়ান নেতার উপস্থিতিতে দিদিকে বলো কর্মসূচী পালিত হওয়ায় খুশি এলাকার লোকজন। এলাকার মানুষদের নির্দ্ধিয়ায় মনের কথা খুলে বলার আহ্বান জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code