Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারের প্রথম ল কলেজ উদ্বোধন হল আজ


অন্বেষিকা দাস, কোচবিহার, ৩ সেপ্টেম্বরঃ  কোচবিহার 2 নং ব্লকের মধুপুরে আজ উদ্বোধন হল কোচবিহার পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত 'উত্তরায়ণ কলেজ অফ ল'।এই প্রথম কোচবিহার,আলিপুরবাসীর ছাত্র-ছাত্রীর আইন বিভাগে পড়ার জন্য  সুবর্ণ সুযোগ করে দিল উত্তরায়ণ কলেজ কর্তৃপক্ষ।উদ্বোধন করেন কোচবিহার পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড.দেবকুমার মুখোপাধ্যায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.আব্দুল কাদের সাফেলি রেজিস্টার ,পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয়,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. অভিজিৎ দেব কন্ট্রোলার অফ পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ড.রাজেন্দ্র ধর ডুবে। 
অনুষ্ঠানে কলেজের সম্পাদক শিবসুন্দর সাহা জানিয়েছেন চলতি বছরেই কলেজে আইন বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে।দু'টি কোর্সে পড়ানো হবে।B.A.L.L.B পাঁচ বছরের জন্য, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে আবেদন করতে  পারবে এবং L.L.B কোর্সে স্নাতক উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবে।আশা করছি অনেক ছাত্র-ছাত্রী উপকৃত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code