Latest News

6/recent/ticker-posts

Ad Code

মদ বিরোধী বিক্ষোভ নিগমনগরে

Sangbad Ekalavya:
প্রকাশ্যে মদ বিক্রিকে কেন্দ্র করে আজ নিগমনগর বাজার উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ এক সব্জির দোকানে প্রকাশ্যে দীর্ঘদিন ধরে মদ বিক্রি করত। বহুদিন বলেও বন্ধ করা যায়নি এই মদের ব্যাবসা। যার ফলে  এলাকায় ক্ষোভের সঞ্চার হয় দীর্ঘদিন ধরে। আজ এলাকার সকল মহিলারা একত্রিত হয়ে সুজাতা চক্রবর্তী,  মুক্তি সাহার নেতৃত্বে পঞ্চায়েত সদস্য সন্তোষ বর্মনের উপস্থিতিতে এলাকার সমস্ত মহিলা অবৈধ মদের দোকান বন্ধের দাবীতে বিক্ষোভ দেখান। 
বিক্ষোভের মুখে পরে দোকানদার মদের অবৈধ ব্যবসা বন্ধের লিখিত মুচলেকা দিলে বিক্ষোভ উঠে যায়।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code