Sangbad Ekalavya
১১ দফা দাবীকে সামনে রেখে কোচবিহার জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি দিল সারাভারত ফরোয়ার্ড ব্লক। বুধবার তিস্তার বাঁ হাতি সেচ খালের কাজ অবিলম্বে শুরু করা, জাতীয় নাগরিকপঞ্জির স্বার্থে জেলার সমস্ত রেকর্ড কলকাতা আর্কাইভ থেকে কোচবিহার জেলায় নিয়ে আসা ব্যবস্থা করা, কোচবিহার শহর লাগোয়া তোর্ষা নদীর ফাঁসিরঘাটে তৃতীয় তিস্তা সেতু নির্মাণ, কোচবিহার জে ডি হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে  হিসাবে গড়ে তোলার  পাশাপাশি গোটা কোচবিহার জেলার সার্বিক উন্নয়ন ও শান্তি সম্প্রীতির পরিবেশ রক্ষার দাবি তোলেন তারা।
এদিন কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে ফরওয়ার্ডব্লক কর্মী-সমর্থকরা এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। কোচবিহার শহরের সুনীতি রোড সংলগ্ন ব্রাক্ষ্মমন্দির  চত্বরের ঘাসবাজার এলাকায় তারা পথ সভাও করেন তারা। সেখানে বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চ্যাটার্জী সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। এরপর এখান থেকে একটি মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা।  এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায়। ছিলেন ছাত্র নেতা তথা সারাভারত ছাত্র ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমঃ সৌম্যদ্বীপ সরকার,যুবলীগের বাংলা কমিটির সাধারণ সম্পাদক কমঃ আব্দুর রউফ প্রমূখ নেতৃবৃন্দ।

বিস্তারিত শুন ভিডিওতে-