মিলটন মিয়া:
"হিন্দির বিরোধীতা মানেই দেশদ্রোহীতা" এই কথা কোন হিন্দিভাষী নাগরিক করেননি। এই কথা একজন বাংলাভাষী মুখ্যমন্ত্রীর।  এিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর। এিপুরার মুখ্যমন্ত্রীর গদিতে বসার পর একের পর এক অযৌক্তিক ও হাস্যকর মন্তব্য করে পোপুলার হাস্যকর মুখ্যমন্ত্রীর আসনটি তিনি ধরে রেখেছেন বলে অনেকে বলে থাকেন। এবার হিন্দি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অমিতশাহের বক্তব্য না মানলেই তিনি দেশদ্রোহী বলে তিনি মনে করেন। হিন্দি ভাষাকে সমর্থন জানাতে গিয়ে বিরোধীদের দেশদ্রোহী আখ্যায়িত করেন। এতে বিরোধীরা চুপ থাকেননি। তাদের কটাক্ষ এিপুরার বহিরাগত বিপ্লব বাবু ইতিহাসের অ-আ-ক-খ কিছুই জানেন না। বিরোধীরা বলেন এিপুরার রাজনীতিতে বিপ্লব দেব উড়ে এসে জুড়ে বসা পাখি । এিপুরার সংস্কৃতি বা রাজনীতিতে তার কোন অবদান নেই।দীর্ঘদিন দিল্লীতে থেকে দিল্লীর নেতাদের সুবাদে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। সুতরাং হিন্দির গুনগান না করলেই গদি হারাতে হবে বলে অনেকেই মনে করেন।
     
বিপ্লব বাবুর ভাষণে হিন্দির দাপটটাই বেশি,তবে অনেকের বক্তব্য তার হিন্দি ভাষা ভুলে ভরা। তাই ওনার হিন্দিটা ভালো করে শেখার দরকার-রাজ্যবাসীর নয়। রাজ্যবাসী প্রয়োজনে শিখবে। জোর করে শেখাতে আসলে বাংলাভাষী এিপুরা পথে নামবে। বিরোধীদের আরও অভিযোগ বিজেপি শাসিত এিপুরায় বিপ্লব বাবু এতো দিনে যা উন্নয়ন করেছেন তা হলো - টাকা দিয়ে সরকারী হাসপাতালে চিকিৎসা করা,নতুন করে সারা রাজ্যে মদের দোকান খোলার পারমিশন দেওয়া । তাই বেফাঁস মন্তব্য করে আলোচনায় থাকতে চাইছেন।



আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এখানে ক্লিক করুন