বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । লোকসভা নির্বাচনে জয়লাভ করে দ্বিতীবার ক্ষমতায় আসার পর, এই প্রথমবার, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তিনি। এদিনের বৈঠকের পর, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, “শুভবুদ্ধি”র উদয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি ট্যুইট করেছে প্রধানমন্ত্রীর দফতর। এর আগে ২০১৮-এ মে মাসে শান্তিনিকেতনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনে নীতি আয়োগের বৈঠকেও যোগ দেননি মুখ্যমন্ত্রী। বৈঠকের  পর মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন তিনি, সৌজন্য হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “এটা ভাল যে, অবশেষে তাঁর শুভবুদ্ধির উদয় হয়েছে। সিবিআইয়ের থেকে নিজেকে এবং দলকে বাঁচানোর তাঁর প্রয়াসে কোনও ফল হবে না। আইন তার নিজের পথে চলবে, এবং যারা জনগণের টাকা লুঠ করেছে, অথবা যারা দোষীদের প্রশয় দিয়েছে, তাদের কারাগারের ভিতরে থাকতে হবে”।




(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, নিউজফিড থেকে সরাসরি সংগৃহীত)