মধুসূদন রায়, ময়নাগুড়ি, ২৮শে সেপ্টেম্বর: আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি নগরে বৃষ্টিকে উপেক্ষা করে শুভ-মহালয়া ও মায়ের আগমনের বার্তা ছরিয়ে দিতে ময়নাগুড়ি শহর পরিক্রমা করা হলো RSSএর পক্ষ থেকে ।
জানা যায় মায়ের পূর্ণ আগমনের বার্তা ও মহালয়ার শুভকামনা ছড়িয়ে দেওয়া হয় গোটা ময়নাগুড়ি শহর জুড়ে। পথ যাত্রায় উপস্থিত ছিলেন RSSএর কার্যকর্তারা ও ময়নাগুড়ি শহর সহ পাশ্ববত্তি গ্রামাঞ্চলের মানুষেরা।
পুজোর আগেই আনন্দে উল্লিখিত গোটা ময়নাগুড়ি শহর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊