বিশ্বজিৎ বর্মন, নিগমনগর, 5ই সেপ্টেম্বর: - আজ 5ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন- কারণ 5 ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এই দিনে ভারতের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করা হয়। এই দিনটিকে শিক্ষক দিবস অর্থাৎ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের 132 তম জন্মদিন পালন করার জন্য উদ্যোগ নেন দিনহাটার 2নং ব্লকের প্রথম খন্ড লাঙ্গুলিয়ায় একটি সমাজসেবী সংস্থা বিদ্যাসাগর কোচিং সেন্টারের ছাত্র ছাত্রীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর কোচিং সেন্টারের সমাজসেবী শিক্ষক শ্রী দীপক পাল, শ্রী তপন বর্মন,শ্রী শুভ্রালোক দাস,বিশ্বজিৎ বর্মন, অনুপম মোদক,সৌরভ সাহা,নিটন কুমার রায়, স্বপন বর্মন , অসীম বর্মন।
সকাল ৮ টায় কোচিং-এ জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তারপর শিক্ষক মহাশয়গন তাদের মূল্যবান ভাষণ ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন । কোচিং এর বিশিষ্ট শিক্ষক দীপক পাল মহাশয় ড সর্বপল্লী রাধাকৃষ্ণাণের স্মৃতিচারণা করে বলেন যে শিক্ষক দিবস শুধু একদিনের জন্য নয় আমরা প্রত্যেকেই প্রত্যেকের শিক্ষক মহাশয়দের শ্রদ্ধা জানাবো এবং সবাই মিলে কুসংস্কার মুক্ত সমাজ গড়বো। কোচিং-এর বিশিষ্ট বাংলা সাহিত্যিক ও সমাজসেবী শিক্ষক শ্রী তপন বর্মন মহাশয় শিক্ষক দিবসে শিক্ষক-ছাত্র সম্পর্ক কেমন হওয়া উচিত সে সম্পর্কে ছাএ ছাত্রীদের আলোকপাত করেন এবং তিনি আরও বলেন শিক্ষক হচ্ছেন একটা মোম বাতির মতন যিনি আলো হয়ে অন্যের পথ প্রদর্শন করবেন। সবশেষে কোচিং-এর সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবী শ্রী শুভ্রালোক দাস তার মুল্যবান ভাষণ দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়।
সকাল ৮ টায় কোচিং-এ জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তারপর শিক্ষক মহাশয়গন তাদের মূল্যবান ভাষণ ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন । কোচিং এর বিশিষ্ট শিক্ষক দীপক পাল মহাশয় ড সর্বপল্লী রাধাকৃষ্ণাণের স্মৃতিচারণা করে বলেন যে শিক্ষক দিবস শুধু একদিনের জন্য নয় আমরা প্রত্যেকেই প্রত্যেকের শিক্ষক মহাশয়দের শ্রদ্ধা জানাবো এবং সবাই মিলে কুসংস্কার মুক্ত সমাজ গড়বো। কোচিং-এর বিশিষ্ট বাংলা সাহিত্যিক ও সমাজসেবী শিক্ষক শ্রী তপন বর্মন মহাশয় শিক্ষক দিবসে শিক্ষক-ছাত্র সম্পর্ক কেমন হওয়া উচিত সে সম্পর্কে ছাএ ছাত্রীদের আলোকপাত করেন এবং তিনি আরও বলেন শিক্ষক হচ্ছেন একটা মোম বাতির মতন যিনি আলো হয়ে অন্যের পথ প্রদর্শন করবেন। সবশেষে কোচিং-এর সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবী শ্রী শুভ্রালোক দাস তার মুল্যবান ভাষণ দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊