Latest News

6/recent/ticker-posts

Ad Code

বরিষ্ঠ আইনজীবী জেঠমালানির মৃত্যু







অমিত সরকারঃদেশের সবচেয়ে নামী উকিলদের মধ্যে একজন ছিলেন জেঠমালানি। তাঁর জন্ম হয় ১৯২৩ সালের ১৪ সেপ্টেম্বর অধুনা পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিখারপুর এলাকায়।

 আইনজীবী হিসেবে সুদীর্ঘ কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন জেঠমালানি। জেলা জজের আদালত থেকে শুরু করে হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে একাধিক আলোড়ন সৃষ্টিকারী মামলায় আইনজীবী ছিলেন জেঠমালানি। প্রথম বড় মামলা তিনি পান ১৯৫৯ সালে। মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে কে এমকে নানাবতীর হয়ে মামলা লড়েন জেঠমালানি। সেই মামলা দীর্ঘদিন সংবাদের শিরোনামে ছিল।

 কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মামলাগুলির মধ্যে রয়েছে, রাজীব গান্ধীর হত্যাকারীদের পক্ষে দাঁড়ানো। স্টক এক্সচেঞ্জ দুর্নীতিতে অভিযুক্ত হার্শদ মেহতা এবং কেতন পারেখের হয়ে মামলা লড়েন জেঠমালানি। আফজল গুরুর ফাঁসির সিদ্ধান্তের বিরুদ্ধেও লড়াই করেন।জেসিকা লাল হত্যা মামলাতেও আইনজীবী ছিলেন।

আইনজীবী মহলে বিশেষ সমাদৃত জেঠমালানি ২০১০ সালে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code