সংবাদ একলব্য, কোচবিহার, ৮ আগস্টঃ আজ বাইশে শ্রাবণ। কবিগুরুর  প্রয়াণ দিবস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৩৪৮ সালের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শ্রাবণের বাদলঝরা দিনে ইহলোক ত্যাগ করেন। 
আজ তাঁর প্রয়াণ দিবসে তারই গান-কবিতা-নাচের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করলেন কোচবিহারের উত্তরায়ণ কলেজ অফ এডুকেশনের ডি.এল.এড এবং বি.এডের ছাত্রছাত্রীরা। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক-অধাপিকা। অধ্যক্ষ শ্রী সুজন  সরকার জানান- "রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা, জীবন দর্শন, সাহিত্য সংস্কৃতি, শিল্পকর্ম এই সব কিছুই আমাদের জীবনের অলিগলি থেকে রাজপথ পর্যন্ত আলো দেখায়। এগিয়ে দেয় আধুনিকতার দিকে। এগিয়ে দেয় মানবিকতার দিকে, মনুষ্যত্বের দিকে। কাঙ্খিত মানব জন্মের দিকে। আজকের দিনে তাঁকে প্রণাম ও শ্রদ্ধার্ঘ।"