pic:jaynal abedin
সংবাদ একলব্য, ৮ আগস্টঃ কোচবিহার জেলা প্রশাসনের তুঘলকি সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে টোটো চালকেরা। রুটি রোজগারের একটা অন্যতম মাধ্যম টোটো। আজ কোচবিহার পৌরসভা থেকে পুরানো টোটো বুল্ডুজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়।