বিশ্বজিৎ বর্মন,  ২৭  আগষ্টঃ   মাননীয়া মূখ্যমন্ত্রী    মমতা বন্দোপাধ্যায় বিভিন্ন কলেজের অতিথি অধ্যাপকদের SACT পদকে স্থায়ী করার জন্য যে সারা রাজ্য জুড়েই গন বিক্ষোভ শুরু হয়েছিল । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়  ছিল তার  মধ্যে অন্যতম ।  21শে আগষ্ট থেকে আজ পর্যন্ত যে বিক্ষোভ দেখিয়েছিলেন সেই আন্দোলন তুলে নিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তবে বিভিন্ন শর্ত সাপেক্ষ ।অবশেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক শ্রী দিলীপ কুমার সরকার ছাত্র ছাত্রীদের কে অনুরোধ করায় তারা আন্দোলন তুলে নেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বলেন, এটা সত্যিই খুব খুশির খবর বিশ্ববিদ্যালয়ের সপ্তম দিনে যে  আন্দোলন টা পৌছে গিয়েছিল আজ তার অবসান হল। 
বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর ও বিভিন্ন বিভাগের অধ্যাপকদের সঙ্গে বৈঠক করে তারা বলেন আসল বিষয়টা যেটা সেটা আসলে সরকারি কোন নির্দেশনামা নয় কিন্তু সরকারী  নির্দেশনামা না হলেও যে গণমাধ্যম তা বিভিন্ন ভাবে সেটা ভাইরাল হয়ে যায়। তিনি আরও বলেন যে আজকেই এই বিষয়টি তিনি মূখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন। অন্যদিকে গবেষকেরা  জানান আগামী সোমবারের মধ্যেই যদি এই বিষয়টার কোন সুবন্দোবস্ত না হয় তাহলে তারা আমরণ অনশনে বসার হুমকিও দিয়েছেন ।