সংবাদ একলব্য, ২৭ আগস্টঃ 
গতবছরের মতন এবছরও ভেটাগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে গণপতি উৎসব।  প্রথমবার গণেশ চতুর্থি উপলক্ষে ভেটাগুড়ি ফুটবল ময়দানে সাতদিন ব্যাপী গণপতি উৎসবের আয়োজন করা হয়েছিল। নজরকাড়া মন্ডপ, বারো ফুট দীর্ঘ প্রতিমার পাশাপাশি ছিল মহারাষ্ট্র ও বাংলার লোক সংস্কৃতি নিয়ে নানা অনুষ্ঠানও। যেখানে মহারাস্ট্রের ‘লাভানি’, ‘কলি’ নৃত্যের সঙ্গে তুলে ধরা হয় বাংলার ‘বৈরাতি’, অসমের ‘বিহু’ সহ বিভিন্ন লোক সংস্কৃতি বিষয়ক নৃত্যানুষ্ঠান। এবছরও গণেশ চতুর্থীকে কেন্দ্র করে ভেটাগুড়িতে হতে চলেছে গনেশ উৎসব ২০১৯। 
২০১৯ গনেশ উৎসব কমিটির সভাপতি  বাধন চন্দ্র দে  জানিয়েছেন- 
"ভেটাগুড়ির গনপতি উৎসব -২০১৯  ৩ সেপ্টেম্বর, ২০১৯ইং মঙ্গলবার থেকে  ১০ই সেপ্টেম্বর, ২০১৯ইং মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত হবে ভেটাগুড়ি ফুটবল খেলার মাঠে। থাকবে বিভিন্ন প্রতিযােগিমূলক অনুষ্ঠান।" 


 আসুন দেখে নেই  সংক্ষিপ্ত অনুষ্ঠান সূচী

*৩রা সেপ্টেম্বর২০১৯ইং-
ভাওইয়া সংগীত প্রতিযােগিতা।   
*৪ঠা সেপ্টেম্বর ২০১৯ইং- 
বিতর্ক প্রতিযােগিতা (বিষয়ঃ - বাঙালীর বাংলা আজ দ্বিতীয় ভাষায় পরিনত হতে চলছে ” )।
* ৫ ই সেপ্টেম্বর ২০১৯ইং -
তাৎক্ষনিক বক্তৃতা ও আবৃত্তি প্রতিযােগিতা। 
*৬ই সেপ্টেম্বর ২০১৯ইং- 
নৃত্য প্রতিযােগিতা (সবার সেরা তুমিও )।
* ৭ই সেপ্টেম্বর ২০১৯ইং- 
বাউল সংগীত প্রতিযােগিতা।
প্রতিযােগিতায় অংশ গ্রহণের নিয়মাবলী সম্পর্কে উৎসব কমিটির সাধারণ সম্পাদক অনিষ রায় জানিয়েছেন- 
(১) নৃত্য ও আবৃত্তি প্রতিযােগিতায় দুটি করে বিভাগ থাকবে - “ক” (১-১১ বছর পর্যন্ত)।
বিভাগ সর্বসাধারণ (১১বছর ১দিন - ৩৫ বছর পর্যন্ত)।  প্রতিটি আবেদন পত্রের সাথে আবেদনকারীর বয়সের প্রমান্যতথ্য (আবশ্যিকভাবে সরকার প্রদেয়) জমা করতে হবে।
২) আবৃত্তির বিষয়সমূহ - বিভাগ ‘ক’ রবীন্দ্র নাথ ঠাকুর ,কাজী নজরুল ইসলাম সুকুমার রায় ,সত্যেন্দ্রনাথ দত্ত ও - সুকান্ত ভট্টাচার্যের যে কোনাে কবিতা আবৃত্তি করতে পারবে। 
বিভাগ -“খ” যে কোনাে কবির কবিতা - প্রতিটি বিভাগে আবৃত্তির প্রতিলিপি দুটি আবশ্যিক ভাবে সকল অংশগ্রহণকারীকে নিয়ে আসতে হবে।
৩) নৃত্য ও আবৃত্তি প্রতিযােগিতায় অডিশন অনুষ্ঠিত হবে। অডিশনে নির্বাচিত  প্রতিযোগিরা মূলপর্বে অনুষ্ঠান করবার সুযােগ পাবে। 
আবৃত্তি প্রতিযােগিতায় অডিশনের সূচী ৪তারিখঃ ১/৯/২০১৯ইং সময়ঃ সকাল ১০টা থেকে। স্থান ও ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রী"(উচ্চ) বিদ্যালয়ের শ্রেণী কক্ষ। 
নৃত্য প্রতিযােগিতায় অডিশনের সূচী -
* তারিখঃ ১/৯/২০১৯ইং সময়ঃ সকাল ১০ টা থেকে। 
স্থানঃ ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রী (উচ্চ) বিদ্যালয়ের শ্রেণী কক্ষ। 
প্রতিটি অডিশনে শুধুমাত্র বিচারকেরাই উপস্থিত থাকবেন ও তারা যে সিন্ধান্ত গ্রহণ করবেন তা চূড়ান্ত বলে বিবেচিত হবে। যথা সময়ে অংশগ্রহণকারীদের উপস্থিত একান্ত কাম্য। অংশগ্রহণকারীদের নাম অংশগ্রহনের জন্য ঘােষনা করা হলে সেই সময় অংশগ্রহণকারী অনুপস্থিত থাকলে সেই প্রতিযােগিকে বাতিল বলে গন্য করা হতে পারে। 
৪) প্রতিযােগিতায় অংশগ্রহণকারীদের ভিত্তি বয়স ১/৯/২০১৮ইং কে ধরে গননা করতে হবে। 
৫) প্রতিযােগিতায় অংশগ্রহনের জন্য নাম জমা দেওয়ার শেষ তারিখ ৩১/০৮/২০১৯ইং বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। 
৬) প্রতিযােগিতার বিষয়ে বিশদ জানতে Facebook page bhetaguri ganopathi utsav-2019 
৭) প্রতিযােগিতার মান ও অনান্য বিষয়ে অনুষ্ঠান কমিটি তাৎক্ষনিক সিন্ধান্ত গ্রহণ করতে পারবে। 
৮) নৃত্য প্রতিযােগিতায় রুচিসম্মত যে কোনাে গানে অংশগ্রহন কারী নৃত্য করতে পারবে।
৯) অংশগ্রহনের জন্য আবশ্যিক ভাবে তাদের গানের ক্যাসেট বা অন্যান্য উপকরণ তারাই সঙ্গে আনবে। 
১০) ভাওইয়া ও বাউল প্রতিযােগিতায় অংশগ্রহণকারী শুধুমাত্র একটি গান পরিবেশন করবে। তাদের সঙ্গে  কোনাে বাদক আনতে হবে না। 
১১) প্রতিটি অংশগ্রহকারীর যাওয়া আসার ব্যবস্থা নিজেকেই বহন করতে হবে। 
১২) অডিশনে সুযােগ পাওয়া প্রতিযােগিদের নাম পরবর্তীতে Face book page-এ জানানাে হবে। 
১৩) প্রতিযােগিতার বিষয়ে বিশদ জানতে নিন্মােক্ত মােবাইল নম্বরে যােগযােগ করতে অনুরােধ করা হচ্ছে।- ৯৭৪৯০১২৮৩০(সুমন সাহা)  ৯৮৩২৪০২৪০৩ ( খােকন সাহা)। 
১৪) কোনাে প্রতিযােগিতায় সময় বা স্থান পরিবর্তনের বিষয়ে উৎসব কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত । 
১৫) “ যেমন খুশি সাজো ও বলাে” প্রতিযােগিতায় অংশগ্রহনের বয়স সীমা ১০ বছর পর্যন্ত । * অংশগ্রহণকারী মােট ৫মিনিট সময়ের মধ্যেই তার প্রতিযােগিতা শেষ করবে। 
সম্পাদক মলয় রায় জানিয়েছেন 'বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছাড়াও প্রতিদিন থাকছে বহিরাগত শিল্পীদের দ্বারা মনােজ্ঞ অনুষ্ঠান।'