সংবাদ একলব্য, ১১ আগস্টঃ উত্তরপূর্ব রাশিয়ার সেভেরডভিন্সেক শহর থেকে কিছুটা দূরে রাশিয়ার স্থানীয় সময়ে বৃহস্পতিবার বিকেলে পরীক্ষা চলছিল একটি বিশেষ ধরনের রকেট ইঞ্জিনের। হঠাৎ দুর্ঘটনা ঘটার ফলে চারিদিকে রকেট ইঞ্জিনে থাকা তেজস্ক্রিয় তরল এলাকার চারিদিকে ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরনের জেরে পাঁচজন পরমাণু বিজ্ঞানীর প্রানহানি হয়েছে। এছাড়াও আট জন অসুস্থ। এনাদের মধ্যে তিনজন গুরুতর ভাবে আহত হ ওয়ায় অবস্থা আশঙ্কাজনক। এদিকে এলাকায় তেজস্ক্রিয় তরল ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, সেভেরডভিন্সেক শহর সংলগ্ন নৌসেনার পরীক্ষা কেন্দ্রে ওই রকেট ইঞ্জিনটির পরীক্ষা হচ্ছিল। হঠাৎ করে বিস্ফোরণ হয়। রোসাটমের তরফে জানানো হয় মোট পাঁচজন মারা গেছে এবং আটজন গুরুতর ভাবে অসুস্থ। মৃতরা সবাই পরমাণু বিজ্ঞানী। সংস্থা থেকে জানা যায়, এই দুর্ঘটনার জেরে এলাকার চারপাশে তেজস্ক্রিয় তরল ছড়িয়ে পড়েছে। এর ফলে স্থানীয় পরিবেশে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। তবে প্রায় ঘণ্টাখানেক পরে পরিস্থিতি ফের স্বাভাবিক হয়ে যায়। এই এলাকার নিকটবর্তী হোয়াইট সি নামে খ্যাত সমুদ্রের একটি অংশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। গবেষকরা মনে করছেন ওই এলাকার জলে তেজস্ক্রিয় তরল মিশে গেছে। প্রথমে প্রশাসনের তরফ থেকে ঘটধাটিকে চাপা দেওয়ার চেষ্ঠা চলেছে বলেও অভিযোগ ওঠে। অনেকেই বলছেন, ওই পরীক্ষাগার বিভিন্ন গোপনীয় অস্ত্র তৈরীতে ব্যবহার করা হয়। গোটা ঐলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় এলাকার বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রান রক্ষার আশায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊