সংবাদ একলব্য, নদীয়া,১১ আগস্টঃ রাস্তার ঝামা সমান করছে এলাকার বাসিন্দারা । কাঁচা রাস্তায় ঝামা,ইট ! জিজ্ঞেস করতেই মনের ভিতরে জমা ক্ষোভ  উগরে দিলেন বাসিন্দারা। ঘটনাটি নদীয়া  জেলার দোগাছি  গ্রামপঞ্চায়েতের পন্ডব মোড় এলাকার। পণ্ডব মোড় থেকে মনোজ বিশ্বাসের বাড়ি অবধি প্রায় ১০০ মিটার ১২ ফুটের  কাঁচা  রাস্তা। ১০ বছরে এই রাস্তায়  পঞ্চায়েত কোন কাজ করেনি ।প্রায়  ১৫ টি  পরিবার এই  রাস্তায়  যাতায়াত করে। বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল এবার পঞ্চায়েতে পালা বদল ঘটেছে। খবর যায় বর্তমান বিজেপি শাসিত পঞ্চায়েতের প্রধান শ্রী দুলাল সরকারের কাছে । পঞ্চায়েত প্রধানের প্রচেষ্টায় ৩ গাড়ি ঝামা ফেলা হয়েছে । এই প্রসঙ্গে দুলাল বাবু বলেন 'আগের পঞ্চায়েতের প্রধান কি করেছেন বলতে পারবো না। বিষয়টি জানার পরেই  দ্রুত ব্যবস্থা নিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব ওই রাস্তাটি ঢালাই এর ব্যবস্থা করা হবে। আমরা সবার বিকাশের পক্ষে"।