সংবাদ একলব্যঃ প্রীয়ান্সী ভৌমিক, ৩ বছরের ফুটফুটে ছোট্ট এক প্রাণ৷ ঠিকানা— কামারপাড়া, দেবীনগর, ময়নাগুড়ি, জলপাইগুড়ি৷ দিন ১৫ আগে পর্যন্তও হয়তো ভাবেনি এই ছোট্ট ফুলের কুড়িটি ফোঁটার আগেই ঝরে যাবে৷ হ্যাঁ, সে মারণরোগ ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত৷ চেন্নাইয়ের Apollo Cancer Institute এ চিকিৎসাধীন৷ পরিবারের একমাত্র রোজগেরে সদস্য তার বাবা কাজ করেন পেট্রোল পাম্পে৷ সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা৷ এমতাবস্থায়, তার পরিবার এই বিপুল অর্থ ব্যয় করতে অপারগ৷
পরিবারের তরফ থেকে আপনার কাছে সবিনিত অনুরোধ, নিজের সাধ্যমত সাহায্য করুন৷ হয়তো আপনার বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত ধরে ছোট্টো মেয়েটি আবার জীবনের মূলধারায় ফিরে যেতে পারবে৷
সাহায্য পাঠাতে পারেন নিচের Account অথবা Google Pay-তে৷ আপনার সাহায্যের অপেক্ষায় থাকবে প্রিয়ান্সী ও তার শুভানুধ্যায়িরা৷
Google Pay:- 7001811928
অথবাঃ—
A/C No- 918010093491607
Name- PRITAM DAS
AXIS BANK
IFSC- UTIB0000442
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊