Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাক অধিকৃত কাশ্মীরের মানুষ যোগ দিতে চায় ভারতে


সংবাদ একলব্য,১২ আগস্টঃ পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা অবিচ্ছিন্ন অঙ্গ হিসাবে ভারতে জুড়তে চায়। আর তাতেই রক্তচাপ বেড়েছে ইমরানের। জানা যাচ্ছে, জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ শেষ হওয়ার পর এখন পাকিস্তানের অধিকারে থাকা গিলগীট বলিস্তানের লোকেরা প্রতিবাদী হয়ে উঠেছে।আপাতত এই অংশেও পাকিস্তান অনধিকার ভাবে শাসন চালাচ্ছে। গিলগিটের লোকেরা বলেছে যে তাদের ভারতীয় সংবিধানের উপর ভরসা আছে, আর তারা ভারতের সাথে জুড়তে চায়। পাক অধিকৃত কাশ্মীর গিলগীটে এই ধরণের আওয়াজ স্পষ্ট হওয়ায় তা পাকিস্তান সরকারকে মুশকিলে ফেলে দিয়েছে।
এখানেই শেষ নয়, জানা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা ভারতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রত্যেকটি বক্তব্য মন দিয়ে শুনছেন। এ প্রসঙ্গে পাক অধিকৃত কাশ্মীর গীলগিটের একজন জন নেতা এচ.সেরিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ভারতের সাথে যুক্ত ও ভারতীয় সংসদের প্রতিনিধিত্ব চেয়ে আবেদন জানিয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code