Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিক্ষার্থীদের পকেটে গুটকা

রফাজ, দিনহাটা, ১০ আগষ্টঃ  পকেটে থাকার কথা কলম। যে কলমে জীবন গড়ে জাতিকে তথা দেশকে দেখাবে পথ।  সেই শিক্ষার্থীদের একাংশের পকেট থেকে বের হতে দেখা যায় গুটকা। প্রায় ১০-১২ বছর বয়স থেকে শুরু করে একাংশ ছাত্র এতে আসক্ত। কখনো আড়ালে-আবডালে আবার কখনো প্রকাশ্যেই চলছে গুটকা খাওয়া।  শুধু ছাত্রই নয়, ছাত্রীদেরও একাংশ এতে আসক্ত। এ আসক্তি একদিন বিরাট আকার ধারণ করবে না সে কথা কে বলতে পারে জোর দিয়ে! তাই অবিলম্বে এব্যাপারে সকল সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে গুটকার অপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের পাঠ দিতে হবে। গুটকা বিক্রিতে আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা উচিত। শুধু গুটকা নয়,  এ-জাতীয় নেশা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সাধারণ মানুষ থেকে প্রশাসনের পাশাপাশি সাধারণ ব্যবসায়ীকেও এগিয়ে আসতে হবে। তাহলেই সম্ভব গুটকা মুক্ত সমাজ। তবে গুটকা তৈরিতে লাগাম টানতে পারলে এব্যাপারে চূড়ান্ত সমাধান হবে বলে মনে করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code